ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন, চট্টগ্রাম অঞ্চলে বদলী আতংক

প্রধানমন্ত্রীর ঘোষিত নিদের্শনা ১ ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। সকল অনাবাদী জমি চাষের আওতায় আনতে হবে। শনিবার (১৭ সেপ্টেম্বর) উক্ত বিষয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন, চট্টগ্রাম অঞ্চলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অঞ্চল কমিটির সভাপতি বাবু যদু নাথ দত্ত। সভাপতির বক্তব্যে বলেন যে, উপসহকারী কৃষি কর্মকর্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক তখন অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ মোফাজ্জল করিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল’র নেতৃত্বে একটি চক্র বদলী আতংক সৃষ্টি করে কৃষি উন্নয়ন কার্যক্রম ব্যহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। বর্তমানে মাননীয় কৃষি মন্ত্রীর ঘোষিত নির্দেশনা অমান্য করে নিজ জেলা থেকে দক্ষ উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে অন্য জেলায় বদলী করছেন। যা মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় কৃষি মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বাধাগ্রস্থ হচ্ছে। তিনি আরোও বলেন রাষ্ট্রের জাতীয় শোক দিবসসহ অন্যান্য জাতীয় দিবসে তিনি কোনোদিন অংশগ্রহণ করেননি। এমতাবস্থায়, বদলী আতংক থেকে পরিত্রাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী ও মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় আরো বক্তব্য রাখেন, প্রধান অতিথি মো: জাহাঙ্গীর আলম, সভাপতি বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, চট্টগ্রাম। এনামুল হক কাদেরী, সাংগঠনিক সম্পাদক, ডিকেআইবি, চট্টগ্রাম অঞ্চল। মো: শহীদুল ইসলাম, সহ সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, চট্টগ্রাম অঞ্চল। মো: বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক, ডিকেআইবি, চট্টগ্রাম অঞ্চল। মো: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ, কেন্দ্রীয় কমিটি। আলোচনা সভার সঞ্চালনা করেন মো: সেলিম, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, পটিয়া, চট্টগ্রাম। জেলা ও উপজেলা হতে আগত বিভিন্ন নেতা কর্মীরাও বক্তব্য প্রদান করেন।