২৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে মৌলভীবাজারের হাকালুকি হাওরে।
জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা আবু সাইদের পলোতে এই মাছটি ধরা পড়ে।
কয়েকদিন ধরে তীব্র দাবদাহ চলছিল সারা দেশে। শুক্রবার সেহরির পর হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর বিভিন্ন বয়সী লোক মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাকালুকি হাওরের দিকে রওনা দেন। হাওরের হাঁটু-কোমর সমান পানিতে নেমে তারা মাছ ধরতে শুরু করেন। এর মধ্যে আবু সাইদের পলোতে আটকা পড়ে ২৭ কেজি ওজনের একটি বোয়াল।

আবু সাইদ জানান, শখের বসে হাকালুকি হাওরে পলো নিয়ে মাছ ধরার সময় এই মাছটি ধরা পড়ে। বোয়ালটির ওজন ২৭ কেজি। মাছটি পরবর্তীতে বাড়িতে নিয়ে আসলে আশপাশের লোকজন তা দেখতে ভিড় জমান।
তিনি আরও জানান, মাছটি কেটে নিজেসহ আত্মীয়স্বজন ভাগ করে নেন।