মিরসরাইয়ে মাধ্যমিকের ফুটবল টুর্ণামেন্টে পরাজিত দলের হামলায় রক্তাক্ত ৬ শিক্ষার্থী

সাঈদ ভূঁইয়া, মিরসরাই:::
মিরসরাইয়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ী দলের ওপর হামলায় তিন ফুটবলারসহ ৬ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মিরসরাই পৌর সদর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে করেরহাট কামিনি মজুমদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র নোমান, শ্রাবণ ও বর্ধন দে’র অবস্থা গুরতর। তাদের ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি ৩ জনের নাম জানা যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪৯তম জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতি গ্রীষ্মকালীণ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ ছিলো শনিবার। এদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচ কোন গন্ডোগোল ছাড়াই শেষ হয়। দ্বিতীয় ম্যাচও কোনরকম জামেলা ছড়াই শেষ হয়। এতে ২-০ গোলে জয়লাভ করে উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ফুটবল টিম। খেলা শেষে মিছিলসহকারে ফেরার পথে পরাজিত দল মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। এতে করেরহাট কামিনি মজুমদার উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে ৩জন ফুটবল টিমের সদস্য। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করেছেন।

করেরহাট কামিনি মজুমদার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ক্রীড়া) পলাশ মল্লিকের অভিযোগ, পরাজিত দল মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সমর্থকেরা তাদের ফুটবল টিম ও সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কজনক।

তবে অভিযোগ অস্বীকার করে মিরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ক্রীড়া) দিদারুল আলম বলেন, ‘মাঠে কোন জামেলা হয়নি। বেশ সুন্দরভাবেই খেলা সম্পন্ন হয়েছে। শুনেছি পথের মধ্যে কে বা কারা মারামারি করেছে।’

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘খেলা চলাকালীণ সময় মাঠে কোন গন্ডোগোল হয়নি। জয়ী দল ফেরার পথে কে বা কারা হামলা চালিয়েছে শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতি গ্রীষ্মকালীণ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির মিরসরাই উপজেলা সভাপতি ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, এ ধরণের একটি বিষয় আমি জেনেছি। তবে যারা এ ধরণের ঘটনা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া উচিৎ।