চুয়েট প্রশাসনের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সম্মানিত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। আজ ৭ই সেপ্টেম্বর (বুধবার) ২০২২ খ্রি. বেলা ১২.৩০ ঘটিকায় বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রণীতব্য অভিন্ন নীতিমালার বিষয়ে ফেডারেশনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে চুয়েট স্টাফ এসোসিয়েশনের উদ্যোগে এই মতবিনিময় হয়। চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি ও  বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং চুয়েট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব বিশ্বজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি জনাব মো. সেলিম মিঞা, সহ-সভাপতি জনাব মো. শওকত ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব বি.এম. আশিকুর রহমান, যুুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মো. আমিনুর ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মো. ইমাম হোসেন ভূঁইয়া তুহিন, কার্যনির্বাহী সদস্য জনাব মো. তৌফিক এলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মো. আলী হোসেন, সহ-সভাপতি জনাব মো. সুমন, নির্বাহী সদস্য জনাব মো. আলমগীর প্রমুখ। এ সময় চুয়েট স্টাফ এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেলা ২.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে চুয়েটের সর্বস্তরের কর্মচারীদের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হয়।