অস্ত্রের মহড়া ও একাধিকবার হামলার ঘটনায় আলোচিত কুমিল্লা শহরতলীর ধর্মপুর থেকে মাসুদুর রহমান (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার গ্রেপ্তারের রময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন। মাসুদুর রহমান কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। সাকিব হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন মাসুদুর। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, গত ২১শে আগস্ট কুমিল্লা শহরতলীর ধর্মপুরে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এই নিয়ে কয়েকদিন ধরে হামলার ঘটনা ঘটে।











