উত্তর কোরিয়া থেকে সমরাস্ত্র কিনতে বাধ্য হচ্ছে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে অস্ত্র উৎপাদনে ব্যর্থ হচ্ছে দেশটি। ফলে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে এখন উত্তর কোরিয়ার উপর নির্ভর করতে হচ্ছে মস্কোকে। এমন দাবিই করেছে মার্কিন গণমাধ্যমগুলো।
নিউ ইয়র্ক টাইমস এক অজ্ঞাত গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়া এরইমধ্যে পিয়ংইয়ং থেকে কয়েক মিলিয়ন আর্টিলারি শেল এবং রকেট কিনেছে। যুদ্ধ অব্যাহত রাখতে আর কোনো বিকল্প ছিল না দেশটির। এছাড়া ইরান থেকেও অস্ত্র কিনছে রাশিয়া। গত সপ্তাহেই প্রথম দফা ইরানি ড্রোনের চালান রাশিয়ায় পৌঁছায়।
ইরান ও উত্তর কোরিয়া উভয়েই পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। উভয় দেশের সঙ্গেই রাশিয়ার সুসম্পর্ক আছে এবং সম্প্রতি তা আরও জোরালো হচ্ছে। ইউক্রেনে যুদ্ধের জন্য এরইমধ্যে যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। রাশিয়ার সামনে ইউক্রেনে আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলেও দাবি করেছেন তিনি।
গত মাসে দনেতস্ক এবং লুহানস্ক-কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উত্তর কোরিয়া।
এই দুই দেশকে মুক্ত করতেই ইউক্রেনে অভিযান পরিচালনা করছে রাশিয়া। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এই দেশ দুটিকে স্বীকৃতি দেয়নি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এরই অংশ হিসেবে রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে উত্তর কোরিয়া। তবে ঠিক কী পরিমান অস্ত্র দেশটিকে দেয়া হচ্ছে তা এখনও অস্পষ্ট।











