সীতাকুণ্ডে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী জাবের হোসেন (২৪) নিহত হয়েছেন। তিনি ফেনী জেলার সদর থানার পূর্ব গোবিন্দপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে বড় দারোগারহাট ওজন স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, বড় দারোগারহাট ওজন স্কেলের কাছে আসলে সড়কের গতিরোধকে (স্পিডব্রেকার) ব্রেক করে লরিটি। এ সময় ব্রেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে যান তারা। তখন পেছনে থাকা অপর একটি ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে জাবের হোসেন মারা যান।
মোটরসাইকেলে থাকা অপর আরোহী ছিটকে গিয়ে রাস্তার বাইরে পড়ে আহত হন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় লরিটি আটক রয়েছে। এখনো মামলা হয়নি, মরদেহ দাফনের পরে পরিবার মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।











