গিয়াস কাদেরকে নাশকতা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নাশকতা ও বিষ্ফোরক মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালত এ আদেশ দেন । বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে ফটিকছড়ি থানায় দায়ের হওয়া নাশকতা ও বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে জানান তিনি।

এর আগে ২২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৭ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি হওয়ায় গিয়াস কাদেরের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।