শিক্ষক কর্তৃক যৌন হয়রানির অভিযোগে কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিকে মানববন্ধন

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) এক শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে সোমবার(৫ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ওইদিন দুপুরে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীর অংশ গ্রহণে ক্যাম্পাসের ভিতর অভিযুক্ত শিক্ষকের দ্রুত বিচার এবং শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। অভিযোগে জানা গেছে, অত্র সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর শিক্ষক মোঃ এজাবুর আলম (৩৫) একই বিভাগের ৫৬ তম ব্যাচের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে লোভ-লালসা ও প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টা করে আসছে। অভিযুক্ত ছাত্রী উক্ত শিক্ষকের বিচার চেয়ে গত ২৮ আগস্ট রবিবার চট্টগ্রাম জিপিও যোগে অধ্যক্ষ বরাবরে একটি চিঠি পাঠায়। সুইডেন পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার জানান, গত মঙ্গলবার(৩০ আগস্ট) তিনি অভিযোগ পত্রটি পায়। অভিযোগপত্র পাওয়ার পর মেকানিক্যাল বিভায়ীয় প্রধান ওমর ফারুকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয় এবং ৭ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট দাখিল করার কথা বলা হয়। তদন্ত রিপোর্টে যা উল্লেখ করা হবে আমি তাই কারিগরি মন্ত্রণালয় পাঠিয়ে দিব বলে তিনি জানান। তদন্ত কর্মকর্তা ওমরু ফারুক জানান, চিঠি পেয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি মাত্র তিনদিন হয়। উভয়ের সাথে কথা বলে আমরা তদন্ত রিপোর্ট অধ্যক্ষের বরাবরে দাখিল করব। এদিকে, ইনস্টিটিউটের অভিযোগযুক্ত শিক্ষকের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমার বিরোদ্ধে আনীত এসব অভিযোগ বানোয়াট ও মিথ্যা। যে অভিযোগ করেছে, সে আমার পরিবারের সদস্য বলে তিনি জানান। তিনি আরও জানান, কোন অভিযোগ প্রমাণীত হলে মন্ত্রণালয়ের যে কোন সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। তিনি আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত একটি ট্রেনিংয়ে চট্টগ্রামে অবস্থান করবেন বলে জানিয়েছেন।