ম্যানইউর টানা চতুর্থ জয়, আর্সেনালের প্রথম হার

গোল করে অভিষেক রাঙালেন অ্যান্তোনি। জোড়া গোল পেলেন মার্কাস রাশফোর্ড। দুই তরুণ তারকার যুগপৎ পারফরম্যান্সে আর্সেনালকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় রেড ডেভিলরা। গানারদের পক্ষে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।

নতুন মৌসুমে আর্সেনালের এটি প্রথম হার। আর দুই হারে মৌসুম শুরুর পর টানা চতুর্থ জয় ম্যানইউর। প্রিমিয়ার লীগ ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে মৌসুমের প্রথম দুই হারের পর টানা চার জয়ের নজির গড়লো রেড ডেভিলরা। ২০১১-১২ মৌসুমে প্রথমবারের মতো এই কীর্তি অর্জন করে টটেনহ্যাম হটস্পার। ২০১৮-১৯ মৌসুমে এই রেকর্ডে ভাগ বসায় আর্সেনাল।

২০২১ সালের এপ্রিলের পর লাগাতার ম্যাচ জয়ে এটিই (টানা ৪ জয়) ম্যানইউর সর্বোচ্চ। ওলে গানার সুলশারের অধীনে সেবার টানা ৫ ম্যাচ জিতেছিল রেড ডেভিলরা।

টানা তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলার পর এদিন একটি পরিবর্তন আনে ইউনাইটেড।

অভিষেক হয় আয়াক্স থেকে সাড়ে ৮ কোটি পাউন্ডে ওল্ড ট্রাফোর্ডে আসা অ্যান্তোনির। অভিষিক্ত ব্রাজিলিয়ান উইঙ্গারের গোলেই ৩৫তম মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। রাশফোর্ডের পাস বক্সের ভেতর পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন অ্যান্তোনি।
৫৮তম মিনিটে অ্যান্তোনিকে তুলে ক্রিস্টিয়ানো রোনালদোকে নামান ম্যানইউ কোচ এরিক টেন হাগ। টানা চার ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি পর্তুগিজ সুপারস্টারের।

৬০তম মিনিটে বুকায়ো সাকার গোলে সমতা টানে আর্সেনাল। ৬ মিনিটের ব্যবধানে ফের লিড নেয় ম্যানইউ। মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন রাশফোর্ড। ৭৫তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লীগের সবশেষ ১৬ ম্যাচে এটি গানারদের ১৫তম হার।

ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট মিকেল আর্তেতার দলের। ৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।