ইসরাইলি সেনাবাহিনী সদস্যদের টার্গেট করে পরপর দুটি হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পশ্চিম তীরের হালামিশ এলাকায় ইসরাইলি সেনাদের টার্গেট করে একটি বিস্ফোরক ছোঁড়া হলে ৪ সেনা আহত হন। তবে তারা বিপদমুক্ত রয়েছেন। রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে। এদিনই পশ্চিম তীরের আরেকটি স্থানে একটি বাসে বন্দুকধারীরা হামলা চালায়। ওই হামলায় পাঁচ ইসরাইলি সেনা এবং এক বেসামরিক আহত হন। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
খবরে জানানো হয়, বাসে হামলার ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারীকে আটক করা হয়েছে। হামলাকারী ফিলিস্তিনিরা একটি গাড়ি করে ওই বাসের সামনে চলে যায় এবং সেখান থেকে বাস লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। বাস থেমে গেলে তারা বাসে আগুন ধরিয়ে দেয়ারও চেষ্টা করে।
ইসরাইলি সম্প্রচারমাধ্যম গাড়িতে অগ্নিসংযোগের ভিডিও প্রচার করা হয়েছে। এর ভেতরে একটি বোমাও বিস্ফোরণ ঘটে। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি।
ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন দুই অস্ত্রধারীকে আটক করেছে তারা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজও নিশ্চিত করেছেন যে, তার বাহিনী তাৎক্ষণিকভাবে তাড়া করে সন্দেহভাজনদের ধরতে পেরেছে। এই হামলার কিছুক্ষণ পরেই পশ্চিম তীরের আরেক স্থানে ইসরাইলি সেনাদের ওপর হামলা হয়। দুই হামলায় মোট ১০ জন আহত হয়েছেন।
এদিকে দুই হামলাকেই স্বাগত জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। সংগঠনটির মুখপাত্র আব্দ আল-লতিফ আল-কানু এক বিবৃতিতে বলেন, আজ পশ্চিমতীরে যেসব প্রতিরোধের খবর পেয়েছি তাতে আমরা নিশ্চিত পশ্চিম তীরের বিদ্রোহী বাসিন্দারা প্রতিরোধের নতুন স্তরে চলে গেছেন। সামনের দিনে এই প্রতিরোধ আরও বিস্তৃত হবে।











