সপ্তাহান্তেই শ্রীলঙ্কা ফিরছেন গোটাবাইয়া!

এক মাসের বেশি সময় কার্যত নির্বাসনে কাটাচ্ছেন শ্রীলংকার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। কিন্তু এ সপ্তাহের ছুটিতেই তিনি দেশে ফিরছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এ খবর জানিয়েছে অনলাইন নিউজ ১৮। উচ্চ পর্যায়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, গোটাবাইয়া এ সপ্তাহান্তে দেশে ফেরার আশা করছেন। ক্ষমতাচ্যুত এই নেতার দল গত মাসে বলেছিল, তিনি থাইল্যান্ডে নির্বাসন শেষে দেশে ফিরবেন। এ জন্য তার উত্তরসূরি প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহেকে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকটে জনরোষ থেকে বাঁচতে তিনি ১৩ই জুলাই দেশ ছেড়ে পালান। তারপর মালদ্বীপ, সিঙ্গাপুর হয়ে থাইল্যান্ডে পৌঁছেছেন। সেখানে একটি হোটেলে তাকে সুরক্ষা দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে মিডিয়া। কার্যত সেখানে নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় তাকে হোটেল বন্দি করে রাখা হয়েছে।

এদিকে তার ছোটভাই বাসিল রাজাপাকসে, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি এরই মধ্যে প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার ভাইকে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা দেয়ার অনুরোধ করেছেন।

অন্যদিকে নিজেদের দল শ্রীলংকা পোদুজনা পেরামুনা তার নিরাপত্তা দেয়ার আহ্বান জানিয়েছে। সংবিধান অনুযায়ী দেশটির সাবেক প্রেসিডেন্টরা দেহরক্ষী, একটি গাড়ি এবং বাসা পান।