”তথ্য দিয়ে সহযোগীতার আহবান অতিরিক্ত পুলিশ সুপারের”

হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

মোঃ মহিন উদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম) থেকেঃ
”সাংবাদিকরা জাতির বিবেক, তাদের কাজ হলো নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। সাংবাদিকরা এলাকার নানা সমস্যা ও উন্নয়নের কথা সংবাদপত্রের মাধ্যমে যথাযত কর্তৃপক্ষের নজরে এনে জনস্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভুমিকা পালন করে থাকেন। হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের তাদের স্বচ্ছতা এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্যে ধন্যবাদ জানাচ্ছি।”

বৃহস্পতিবার (১৬ মে) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি ইভটিজিং,জুয়া ও মাদক বিক্রী,সেবন ইত্যাদি অপরাধের তথ্য দিয়ে অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের প্রশাসনকে সহযোগীতা করার আহবানও জানান।

হাটহাজারী অনলাইন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা মো.আতাউর রহমান মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক মো.আলাউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক মো.মহিন উদ্দীনের সঞ্চালনায় পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবি ব্যারিষ্টার বদরুল আলম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনীর। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.কামারুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আজহারুল আলম, পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন, পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু মো. ইসহাক, ব্যবসায়ী ও সমাজসেবক মো.জসিম উদ্দীন।

ইফতারের আগে দোয়া মোনাজাত পরিচালনা করেন, প্রধান মেহমানে আলা ফটিকছড়ি নানুপুর গাউছুল আজম মাইজভান্ডারীর প্রধান খলিফা কুতবে আজম গাউছে মোকাররম হযরত শাহ্ সুফি সৈয়দ আব্দুচ্ছালাম ঈছাপুরী(রঃ) এর তাহতে কদম মোচ্ছান্নেফে আকরাম,কাশেমে রমুজ হাদিয়ে দ্বীন মিল্লাত রাহনুমায়ে তরিকত হযরত শাহ্ সুফি সৈয়দ আব্দুল মোনায়েম(রঃ) এর খেলাফতপ্রাপ্ত খলিফায়ে আজম সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহ্ সুফি সৈয়দ এহছানুল করিম ঈছাপুরী (মাঃজিঃআঃ)।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সংগঠনের সিনিয়র সদস্য মা আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পরিচালক সাংবাদিক মো.মাহমুদ আল আজাদ।

হাটহাজারী অনলাইন প্রেসক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সাংবাদিক মো.নকিব হোসাইন চৌধূরী, মো.আবদুল আওয়াল রোকন, মো.আরাফাতুল ইসলাম, লিও মো.আহমেদ আরমান, মো. আসাদুজ্জান সাকিল। অন্যান্যদের মধ্যে অদুদিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক জামাল সাত্তার, সাংবাদিক মোজাফ্ফর হোসাইন সিকদার, নুরুল আবছার তারেক, নিসচা হাটহাজারী উপজেলা শাখার কার্যকরী সদস্য ব্যবসায়ী মো.কুতুব উদ্দীন, ঠিকাদার সেলিম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মো. মোবারক হোসাইন, নির্বাচন অফিসের কর্মকর্তা মো. নেজাম উদ্দীন, মো.সরোয়ার, মো.বাহাউদ্দীন নিছার, মো.আরিফুর রহমান অর্ক, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী সহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন।