তাইওয়ান প্রণালীতে মার্কিন রণতরী, কড়া নজর চীনের

তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ‘রুটিন ট্রানজিট’-এর দিকে কড়া নজর রাখছে চীন। তারা উচ্চ সতর্ক অবস্থায় আছে। কোনো রকম উস্কানি দেয়া হলে তাকে পরাজিত করতেও প্রস্তত তারা। গাইডেড-ক্ষেপণাস্ত্র বিষয়ক ক্রুজার ইউএসএস অ্যান্টিয়েটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিলে আজ রোববার ‘রুটিন তাইওয়ান স্ট্রেইট ট্রানজিট’ সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে তা করা হয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে আইনের অধীনে এই দ্বীপরাষ্ট্রটির সুরক্ষা দিতে বাধ্য তারা। ওদিকে তাইওয়ানকে নিজেদের দাবি করে তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের কথা কখনো প্রত্যাখ্যান করেনি চীন। জবাবে তাইওয়ান বলেছে, চীন কখনো এই দ্বীপরাষ্ট্রটিকে শাসন করেনি। তাই তারা এটিকে নিজেদের দাবিও করতে পারে না।

দেশটির ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন শুধু সেখানকার দুই কোটি ৩০ লাখ মানুষ।