মতলবে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে সেফটি ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডে ভূঁইয়া হোয়াইট হাউজ এর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই নির্মাণ শ্রমিক হলেন- মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের অলিউল্ল্যাহ ব্যাপারীর ছেলে মো. লিটন ব্যাপারী (৩৬) ও একই ইউনিয়নের গোয়ালগাভা গ্রামের আলী আরশাদের ছেলে মো. রাসেল (২৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে নতুন একটি নির্মাণাধীন সেফটি ট্যাংকের সাটারিং খোলার জন্য ওই দুই শ্রমিক ভেতরে নামলে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় । পরে দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো. মহিউদ্দিন মিয়া।