মন্দা কাটাতে বিশাল অঙ্কের বিলে স্বাক্ষর বাইডেনের

অবশেষে অর্থনৈতিক মন্দা কাটাতে ৭০ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল অঙ্কের এক বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (১৫ আগস্ট) ঐতিহাসিক এ বিলে স্বাক্ষর করেন বাইডেন। এর মধ্যদিয়ে আইনে পরিণত হলো ‘মুদ্রাস্ফীতি হ্রাস’ বিল ২০২২।

বিলটি আইনে পরিণত হওয়ায় জলবায়ুর পরিবর্তনরোধ, জ্বালানি নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হবে বিশাল অঙ্কের এ রাষ্ট্রীয় তহবিল।

বিলটিতে স্বাক্ষরের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় একে মার্কিন জনগণের বিজয় বলে উল্লেখ করেন বাইডেন।

আরও পড়ুন: যুদ্ধ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চাইলেই সেনা ফিরিয়ে নিতে পারি: পুতিন

এর আগে নানা নাটকীয়তার পর মার্কিন কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হয় বিশাল অঙ্কের এ বিলটি। সংখ্যাগরিষ্ঠতা থাকায় হাউসের ভোটাভুটিতে সহজে উতরে গেলেও, সিনেটে তীব্র বিতর্কের মুখে পড়ে বিলটি। ৫০-৫০ ভোটে ফল টাই হলে, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের ভোটে শেষ পর্যন্ত পাস হয় ঐতিহাসিক এ বিলটি।

এদিকে ডেমোক্র্যাটরা বলছেন, নতুন এই মার্কিন অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন বয়ে আনবে। সেই সঙ্গে এটি চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের বিশেষ সুবিধা দেবে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।