চসিক পরিচালতি নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগ কর্তৃক ইউএসএআইডি’এস লোকাল হেলথ্ সিস্টেম সাস্টেবিলিটি (এলএইচএসএস)প্রকল্পের আর্থিক ও কারিগরি সহায়তায় গত ১০, ১১ ও ১৩ আগস্ট তিন দিন ব্যাপী ইএসপি সার্ভিসেস প্যাকেজের উপর চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সিটি কর্পোরেশন পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে ২৪ জন ডাক্তার অংশগ্রহণ করেন। প্রকল্পের দক্ষতা উন্নয়ন সমন্বয়কারী মো. সোহেল রানা আয়োজনে আঞ্চলিক সমন্বয়কারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট ডা: মুহাম্মদ আবদুস সবুর ডা: সেহেলি নার্গিস, অধ্যাপক ডা: মো: নাসির উদ্দিন মাহমুদ,

অধ্যাপক ডা: কামরুন নেছা রুনা, ডা: সুমন বড়ুয়া, ডা: এম এ ফায়েজ, ডা: মোহাম্মদ শাওন প্রমুখ। ইউএসএআইডি এলাইন ফর কোমভেটিং টিবি ইন বাংলাদেশ (টঝঅওউ’ঝ অষষরধহপব ভড়ৎ পড়সনধঃরহম ঞই রহ ইধহমষধফবংয) প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সেলিম আকতার চৌধুরী।
চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী প্রশিক্ষণে সহযোগিতার জন্য টঝঅওউও খঐঝঝ প্রকল্পের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগে কর্মরত সকল স্বাস্থ্যসেবা প্রদানকারীগণকে খঐঝঝ প্রকল্পের সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করা হবে। যার ফলে নগরবাসী আরো উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারনে।