সিরিয়ায় আছড়ে পড়লো একের পর এক ইসরাইলি মিসাইল, নিহত ৩ সেনা

সিরিয়ার অভ্যন্তরে একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন অন্তত তিন সিরিয়ান সেনা। আহত হয়েছেন আরও তিন জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা’র বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে একের পর এক মিসাইল আছড়ে পড়তে থাকে সিরিয়ার বিভিন্ন টার্গেটে। রাজধানী দামেস্কের কাছাকাছি বেশ কয়েকটি টার্গেট এবং সমুদ্র তীরবর্তী প্রদেশ তারতুসের বেশ কয়েকটি টার্গেটে হামলা হয়। এ সময় সক্রিয় হয়ে ওঠে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বেশ কয়েকটি মিসাইল আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয় তারা।
সানার রিপোর্টে বলা হয়, ইসরাইলি আগ্রাসনে তিন সেনা নিহত এবং তিন সেনা আহত হয়েছে। লেবানন সীমান্তের কাছ থেকে এই মিসাইল হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। এ হামলা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইসরাইল।