নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে মানুষের নাভিশ্বাস উঠছে

আগামী ১৯ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা আজ ১৪ আগস্ট (রবিবার) বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাসেদ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, শহীদুল্লাহ বাহার, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভুইয়া, এম. আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক  সাজ্জাদ হোসেন, কামাল হোসেন সামির, আব্দুল মান্নান, মোকলেছুর রহমান, সৈয়দ মফিজ উদ্দিন সুমন, সম্পাদক মন্ডলীর সদস্য লুৎফর রহমান জুয়েল, নুরুল আলম, মারুফ হোসেন,বায়েজিদ থানা আহবায়ক আলতাফ হোসেন,  খুলশী থানা আহবায়ক রায়হান আলম, আকবর শাহ থানা আহবায়ক হাসান মাহমুদ, ডবলমুরিং থানা আহবায়ক আকতার হোসেন বাবলু, চান্দগাঁও থানা আহবায়ক সাজিদ হাসান রনি, কোতোয়ালি থানা আহবায়ক এন মোহাম্মদ রিমন, বন্দর থানা আহবায়ক রিয়াজ উদ্দিন রাজু,চকবাজার থানা আহবায়ক রিদওয়ানুল হক রিদু, ডবলমুরিং থানা সদস্য সচিব নোমান সিকদার সোহাগ, খুলশী থানা সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, চান্দগাঁও থান সদস্য সচিব মোঃ শহীদুজ্জামান, থানা সিনিয়র যুগ্ম আহবায়ক মো. পারভেজ, জহুরুল ইসলাম জহির, মো. জসিম উদ্দিন, সজল বড়ুয়া, সৈয়দ মনোয়ার হোসেন নিশাত, মো. রিয়াজ, আলাউদ্দিন প্রমুখ।

সভাপতি বক্তব্যে এইচ এম রাসেদ খান বলেন, লুটপাট এবং বিদেশে পাচারের জন্য সরকার গত সপ্তাহে মধ্যরাতে জ্বালানি তেলের দাম প্রায় শতকরা ৫০ ভাগ বাড়িয়ে দেওয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনেই বেড়েছে অস্বাভাবিক পরিবহন ভাড়া। এর প্রভাব পড়ছে এখন বাজারে। হাটবাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের অগ্নিমূল্যে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। পণ্যমূল্য নিম্নবিত্ত, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের বেঁচে থাকা উপসংহারহীন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। দুর্মূল্যের বাজারে ক্রেতারা অসহায় হয়ে পড়েছেন। দাম বাড়ার প্রতিযোগিতা চলছে।এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের জীবন যাত্রা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে বলে উল্লেখ করেন।তিনি বলেন,বিভিন্ন স্থানে দুর্ভিক্ষের পরিস্থিতি শুরু হয়েছে। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে মানুষ।

সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, নিশিরাতের অবৈধ সরকার পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। রিজার্ভ তলানীতে ঠেকেছে। তিনি বলেন, গত ১৩ বছরে বেপরোয়া দুর্নীতিযজ্ঞের কারনে দেশ এখন দেউলিয়া ঘোষনার অপেক্ষায়। কিছুদিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা দেশকে সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া- কানাডার সাথে তুলনা করে গলাবাজি করতো। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে এখন তারা ফুটো বেলুনের মতো চুপসে গেছে।বেঁচে থাকার জন্য মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে। সব খরচ কমিয়ে দিয়েছে। পুঁজি ভেঙে ও ঋণ করে সংসার চালাচ্ছে। নিদারুণ কষ্টে মানুষ জীবনযাপন করছে।
সভায় আগামী ১৯ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ খেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।