ফাটা তলা নিয়েই ঘাটে পৌঁছল লঞ্চ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ঢাকাগামী এমভি মনিং সান-৯ লঞ্চের সঙ্গে ইফতি-রিজভি নামের বালুবোঝাই একটি বাল্কহেডের সংঘর্ষে দুজন নিখোঁজ হয়। পাশাপাশি লঞ্চটির তলা ফেটে যায়। পরে ফাটা তলা নিয়েই নিরাপদে ঘাটে পৌঁছায় লঞ্চটি।

সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার কালিরবাজার সংলগ্ন মসজিদবাড়ি এলাকার সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটার পর দ্রুত ওই লঞ্চটির সহস্রাধিক যাত্রী নিয়ে উজিরপুর উপজেলার চৌধুরীরহাট ঘাটে গিয়ে থামায়।

এ সময় আতঙ্কে ওই লঞ্চের যাত্রীরা নিরাপদে সেখানে নেমে যাওয়ার পাশাপাশি উজিরপুরের ইছলাদি হয়ে সড়ক পথে যে যার মতো করে নিজ গন্তব্যে চলে যান। এছাড়া রাত বেশি হয়ে যাওয়ায় প্রায় অর্ধশত যাত্রী ওই লঞ্চেই থেকে যান।

পরদিন সকালে তারা নিজ গন্তব্যে চলে যাবেন বলে উজিরপুর থানার ওসি (তদন্ত) মো. মোমিন উদ্দিন যুগান্তরকে জানান, ক্ষতিগ্রস্ত এমভি মনিং সান-৯ লঞ্চের সারেংসহ অন্যরা মিলে ফেটে যাওয়া অংশ মেরামত করেন।