ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ‌

জ্বালানী তে‌লের অস্বাভাবিক মূল‌্যবৃ‌দ্ধি‌, লোডশেডিং এবং ‌ভোলায় পু‌লি‌শের গু‌লি‌তে স্বেচ্ছা‌সেবক দলনেতা আবদুর র‌হিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম‌কে হত‌্য‌্যার প্রতিবা‌দে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের উদ্যোগে সোমবার (৮ আগষ্ট) বিকালে বিক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কোতোয়ালি মোড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফিরিঙ্গী বাজার মোড়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন। এসময় জাকির হোসেন বলেন, রাতের অন্ধকারে ঘোষণা দিয়ে হঠাৎ করে বাড়ানো হলো তেলের দাম। কোনো প্রস্তুতি নেই, জনগণের সঙ্গে কোনো আলাপ আলোচনা নেই। গ্যাসের দাম বাড়ানোর সময় লোক দেখানো গণশুনানি হয়। কিন্তু তেলের দামের ক্ষেত্রে এই লুকোচুরিটা কেন? হঠাৎ করে গভীর রাতে ভোক্তা পর্যায়ে কারো সঙ্গে কোনো পরামর্শ না করে হুট করে ইচ্ছে মতো একটা দাম নির্ধারণ করে দিল। এটাতো জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাদেকুর রহমান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান মিয়া, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ, সাইফুদ্দীন মীর্জা, আবদুর রাজ্জাক, হামিদুল হক হামু, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, প্রচার সম্পাদক ইকবাল শরীফ, ওয়ার্ড বিএনপি নেতা সফি সওদাগর, আবুল বশর, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, যুবনেতা ইফতেখার আহমেদ, আবদুল গাফ্ফার ডালিম, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান, কেতায়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান আলী মান্টু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম নূর, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, যুবনেতা মো. সাইফুল, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ্ রনি, ছাত্রনেতা সালমান, মো. মানিক, আরাফাত, রাকিব প্রমূখ।