চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামীলীগের প্রার্থী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিএনপির কামাল উদ্দিন আহমেদ বিএনপির মনিরুল ইসলাম, শহীদুল ইসলাম চৌধুরী এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় ২টি।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ড. হাছান মাহমুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আ’লীগের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ওয়ার্কার্স পার্টির মো. আবু হানিফ, কমিউনিস্ট পার্টির মৃণাল চৌধুরী, ইসলামিক ফ্রন্টের মো. ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলনের শেখ আমজাদ আলী, ন্যাপের আলী নেওয়াজ খান, খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হকের।
রোববার (২ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।