চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ৬ষ্ঠ আইএমএল সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘গঁষঃরষরহমঁধষরংস ধহফ খধহমঁধমব ঞবধপযরহম রহ চড়ংঃ-ঢ়ধহফবসরপ পড়হঃবীঃ’ শীর্ষক দিনব্যাপি ৬ষ্ঠ আইএমএল সেমিনার ৩ আগস্ট ২০২২ চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক জনাব ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা এর মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক জনাব ফারিন রহমান ও জনাব তানজিমা তাহরিন কনক।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনা মহামারীর কারণে বিগত দুই বছর পুরো বিশ্বে শিল্প, বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নেমে আসে স্থবিরতা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, পৃথিবীতে নানান ধরণের বৈচিত্রময় ভাষা রয়েছে; রয়েছে স্ব স্ব জাতির স্ব স্ব ভাষা। উচ্চশিক্ষা ও গবেণষণাসহ শিল্প-বাণিজ্যের বিস্তারে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপনে মাতৃভাষার পাশাপাশি বিভিন্ন ভাষা আয়ত্ব করা আবশ্যক। একটি ভাষা সম্পর্কে জানার পূর্বে ঐ ভাষার প্রেক্ষাপট ও জাতি সম্পর্কেও জানা জরুরী। তিনি আরও বলেন, চবিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটে বর্তমানে ৮ টি ভাষা শিক্ষা দেয়া হচ্ছে। ইতোমধ্যে অনলাইনে কনফুসিয়াস সেন্টারের ভাষা শিক্ষার কার্যক্রমও শুরু হয়েছে।
সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।