মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মো. আলী চৌধুরী’র মৃত্যুতে সিপিবির’ শোক প্রকাশ

‘৬০ ও ‘৭০ দশকের ছাত্র ইউনিয়নের অন্যতম নেতা , প্রগতিশীল, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার  আন্দোলনের অগ্রসৈনিক  ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মো. আলী চৌধুরী-র মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি  চট্টগ্রাম জেলার  সভাপতি অশোক সাহা এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য বার্ধক্যজনিত বিভিন্ন রোগের কারণ গতকাল ২৪ জুলাই ২০২২ রবিবার সীতাকুণ্ডের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড মো. আলী চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উনার নিজ বাড়িতে যান সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর,  সম্পাদক মন্ডলীর সদস্য মছি উদ-দৌলা, সিপিবি  সীতাকুণ্ড উপজেলার সম্পাদক মাহবুব চৌধুরী ও সহসম্পাদক জামাল উদ্দিনসহ সর্বস্তরের সকল প্রগতিশীল ব্যক্তি, সংগঠন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা।

আমৃত্যু বিপ্লবী কমরেড মো. আলী চৌধুরী মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, সমাজ প্রগতি, সমাজতন্ত্রের প্রশ্নে, প্রতিক্রিয়ার বিরুদ্ধে জীবনের শেষ পর্যন্ত আপোষহীন অবস্থানে ছিলেন এবং সংগ্রাম করেছেন। তিনি ‘৬০ ও ‘৭০ দশকের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং সীতাকুণ্ড এবং সর্বোপরি চট্টগ্রামের কমিউনিস্ট পার্টি গড়ে তোলায় নিরলসভাবে শ্রম দিয়ে গিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু’র  জামাতা ছিলেন।