মিরপুর মাঠে মোস্তাফিজভক্ত বৃটিশ হাইকমিশনার

বাংলাদেশের বাঁহাতি পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দারুণ ভক্ত বৃটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল ও তার ছেলে। ঢাকায় আছেন আর প্রিয় ক্রিকেটারকে দেখা হবে না তা কী হয়! করোনার কারণে অবশ্য হয়ে উঠছিল না সেই সাক্ষাত। অবশেষে আশা পূরণ হয়েছে হাইকমিশনারের। গতকাল সপরিবারে চলে আসেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দেখা করেন প্রিয় ক্রিকেটার ফিজের সঙ্গে। সেই সময় মাঠে উপস্থিত বাংলাদেশ ক্রিকেটের আরেক তারকা মুশফিকুর রহীমের সঙ্গেও কুশল বিনিময় করেন তারা। এই সময় বৃটিশ হাইকমিশনারকে দেখা যায় দারুণ উৎফুল্ল। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত। বাংলাদেশে এসেছি ২০২০ সালে। আর এখানে নেমেই আমি চিন্তা করেছিলাম একটা ক্রিকেট ম্যাচ দেখবো মাঠে বসে।
 
কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। তবে আজ এখানে আসতে পেরে এবং স্টেডিয়ামটি ঘুরে দেখতে পেরে আমি খুব আনন্দিত। সঙ্গে আমার ছেলেকে নিয়ে এসেছি যে প্রথম বাংলাদেশে এসেছে।’
ভারপ্রাপ্ত বৃটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বাংলাদেশ ক্রিকেটের বড় ভক্ত। বাংলাদেশে এসেই চেয়েছেন মাঠে বসে ক্রিকেট দেখতে। তবে কোভিড সহ নানা ব্যস্ততায় সেটি এখনো হয়ে ওঠেনি। কিন্তু গতকাল তার ছেলে-মেয়েকে নিয়ে ঘুরে গেছেন হোম অব ক্রিকেটে। ২০২০ এ বৃটিশ ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন জাভেদ প্যাটেল। বর্তমানে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে কাজ করছেন। অনেক দিন ধরে আশায় থাকার গতকাল মিরপুরে স্টেডিয়ামে আসতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। পুরো মাঠ তিনি ঘুরে ঘুরে দেখেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আতিথেয়তায় বেশ মুগ্ধ বাবা-ছেলে। তবে তার সব আনন্দ ছিল ফিজের সঙ্গে দেখা করতে পেরে। তিনি বলেন. ‘আমরা মোস্তাফিজের সঙ্গে দেখা করেছি। তার অনেক বড় ভক্ত আমি। সে দিক থেকে তার সঙ্গে দেখা হওয়াটা আমার ছেলের জন্যও দারুণ কিছু। আমি বাংলাদেশে একটা ম্যাচ দেখতে সত্যি মুখিয়ে আছি। এই বছর আমার সে সুযোগ আছে। একটু আগে মুশফিকের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। বেশ ভালো লাগছে।’