বিএনপির যাদের মনোনয়ন বাতিল হলো

আজ প্রার্থীতা বাছাই এ বিএনপির অনেক নেতার মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান যুগ্ন মহাসচিব লায়ন আসলাম চৌধুরী, নির্বাহী সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, গিয়াস কাদের চৌধুরীর পুত্র সামির কাদের চৌধুরী, এটি এম আবু তাহের।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান (চট্টগ্রাম-৮) চাদগাঁও-বোয়ালখালী, ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও তাঁর পুত্র নির্বাহী সদস্য ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম-৫) হাটহাজারী, যুগ্ম মহাসচিব কারাবন্দি আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪) সীতাকুণ্ড, গিয়াস কাদের চৌধুরী (চট্টগ্রাম-২) ফটিকছড়ি ও সামির কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬) রাউজান, মোস্তফা কামাল পাশা ও এটি এম আবু তাহের (চট্টগ্রাম-৩) সন্দিপ, চট্টগ্রাম-৯ আসন থেকে ঋণখেলাপি হওয়ায় বিএনপির আরেক প্রার্থী সামশুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপির মনোনয়ন জমা দিয়েছিলেন রোববার সকালে তাদের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ঋণ খেলাপি এবং দণ্ড প্রাপ্ত হওয়ায় তাদের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গেছে।।