ওয়ানপ্লাসের নতুন ফোন: ১৬ জিবি র‌্যাম, ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা

স্মার্টফোনে ১৬ জিবি র‌্যামের ব্যবহার খুব কমই দেখা যায়। শাওমি, স্যামসাং তাদের অল্প কিছু হাই-রেঞ্জের ফোনে ১৬ জিবি র‌্যাম ব্যবহার করেছে। এই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ১৬ জিবি র‌্যামের ফোন বাজারে নিয়ে আসছে চীনের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাস ইতোমধ্যে তাদের ১০ সিরিজের অধীনে আরও ২টি স্মার্টফোন উন্মোচন করেছে। মডেলগুলো হচ্ছে- ওয়ানপ্লাস ১০ প্রো, যেটি প্রতিষ্ঠানটির সবচেয়ে দামি ফোন, অন্যটি হলো ১০আর। খুব শীঘ্রই উন্মোচন হতে চলেছে এই সিরিজের তৃতীয় ফোন ওয়ানপ্লাস ১০টি।

ওয়ানপ্লাস ফোনটি সর্ম্পকে বিস্তারিত কিছু না জানালেও ডিজিটাল চ্যাট স্টেশন নামক এক টিপস্টার ফোনটির কিছু তথ্য ফাঁস করেছে। যেখানে বলা হয়েছে, ওয়ানপ্লাসের নতুন মডেলের ফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট এবং ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ (রম)।

৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে থাকছে ৪৮০০ এমএএইচ ব্যাটারির সাথে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ট্রিপল রিয়ার ক্যামেরাও থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

চলতি মাসের শেষের দিকে অথবা আগষ্টের শুরুতে ফোনটি উন্মোচিত হতে পারে। বাংলাদেশি মুদ্রায় সম্ভাব্য দাম হতে পারে ৮৫ হাজার টাকার মতো।