বাংলাদেশের স্পিন আক্রমণের মুখে দাঁড়াতেই পারছেন না ক্যারিয়াবিয়ান ব্যাটসম্যানরা। গতকালের ৫ উইকেটে ৭৫ রানের সংগ্রহ নিয়ে খেলতে নেমে সফরকারীরা আজ রবিবার তৃতীয় দিনের শুরুতেই ১১১ রানে অলআউট হয়েছে। পরে ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসেও দুই উইকেট হারিয়েছে দলটি।
শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে মাহমুদউল্লা রিয়াদের ১৩৬ রানের নান্দনিক পারফরমেন্সে ৫০৮ রানের বিশাল স্কোর করে স্বাগতিক বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ধসে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার। ৫ উইকেটে ৭৫ রান নিয়ে দিনের খেলা শেষ করে তারা।
ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেট তুলে নিয়েছেন মাত্র দুইজন। মেহেদী হাসান মিরাজ ৭টি ও সাকিব আল হাসান ৩টি উইকেট পেয়েছেন।