যুব সমাজের অবক্ষয় রোধে সুস্থ সংস্কৃতি প্রসারিত করতে হবে

হিজরি নববর্ষ ১৪৪৪ বরণে হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা আজ ৪ জুলাই সোমবার বিকেলে নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান পীরজাদা আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। সভায় বক্তারা বলেন, ছাত্র যুব সমাজের একটি অংশ আজ বিপথগামী। তারা আজ অবক্ষয়ের বৃত্তে বন্দি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিস্তৃতিতে যুব ছাত্র সমাজ গভীর অবক্ষয়ের শিকার। তাই সর্বপ্লাবী এই অবক্ষয় রোধে সুস্থ নির্মল পরিচ্ছন্ন সংস্কৃতি চর্চা প্রসারিত করতে হবে। সভায় আগামী ৩১ জুলাই হিজরি নববর্ষ ১৪৪৪ বরণের সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান অতিথি অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী বলেন, হিজরি সন মুসলমানদের ঐতিহ্য ও গৌরবের স্মারক। মুসলমানদের জীবনধারা মিশে আছে হিজরি সনের সাথে। তাই হিজরি নববর্ষ পালনে আমাদের এগিয়ে আসা উচিত।
সভাপতির বক্তব্যে আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্ বলেন, চট্টগ্রাম থেকেই হিজরি নববর্ষ সাড়ম্বরে পালন করা হচ্ছে। হিজরি নববর্ষ পালনে চট্টগ্রাম ইতিহাসের অংশ হয়ে আছে। হিজরি নববর্ষ ১৪৪৪ বরণের অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আলোচনায় অংশ নেন, নাছির উদ্দিন মাহমুদ, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, আ ব ম খোরশিদ আলম খান, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ আলী হোসাইন, অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, আজিম উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান, মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী, মুহাম্মদ নূর রায়হান চৌধুরী, মুহাম্মদ নুরের রহমান রনি, সৈয়দ মুহাম্মদ তারেক। পরে দেশ-জাতির কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।