সীতাকুন্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

নিমতলা এবং হালিশহর নয়াবাজার এলাকায় টেম্পু শ্রমিকদের উপর হামলা, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রুট দখলের অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম সীতাকুন্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-১২৯২/৮৭) এর প্রতিবাদ সভা আজ ৩ জুলাই রবিবার অপরাহ্নে অলংকার মোড়স্থ অলংকার শপিং কমপ্লেক্সে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম সীতাকুন্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ হাসান। বক্তব্য রাখেন- ইউনিয়ন নেতা আবুল কালাম আবু, মোঃ মনির, মোঃ খোকন, এনামুল হক, মোঃ আজিম, মোঃ শফি প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় প্রধান বক্তা সাধারণ সম্পাদক মোঃ হাসান বলেন-হালিশহর নয়াবাজার, নিমতলা, আফতাব অটোমোবাইল পর্যন্ত ১৩নং টেম্পো রুটে জনৈক ফারুক এবং মঞ্জুর নেতৃত্বে গত কয়েকদিন যাবত একদল চিহিৃত চাঁদাবাজ টেম্পু শ্রমিকদের চাঁদার জন্য মারধর করছে। এতে কয়েকজন টেম্পু শ্রমিক আহত হয়েছে। তারা যে কোন উপায়ে ইউনিয়নের ১৩নং এই টেম্পু রুটটি দখলের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ফলে যে কোন সময় গণপরিবহণে অচলাবস্থা সৃষ্টি হতে হতে পারে। তিনি এই ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন- চট্টগ্রাম সীতাকুন্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের পরিচালিত ১৩নং সহ ৪টি টেম্পু রুট দখলের জন্য বহিরাগত সন্ত্রাসী চাঁদাবাজেরা অতীতের মতো অপচেষ্টা করছে। তিনি রুট দখলের অপচেষ্টাকারী, সন্ত্রাস এবং চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান। ইতিমধ্যে এ ব্যাপারে সিএমপি কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) সহ উর্ধ্বতন একাধিক আইন প্রয়োগকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলে সভায় জানানো হয়।