ময়মনসিংহ ও নাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তৈয়ব আলীর হ্যাচারির সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে হারুনুর রশীদ (৩৫) ও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আক্তারুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলন, এই ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে হারুনুর রশিদ নামে একজন মারা যান। পরে রাত দুইটার দিকে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে শম্ভুগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সদরের পুলিয়ামারী তৈয়ব আলী ফিসারীর সামনে আসতেই কিশোরগঞ্জগামী খালি ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাহিন্দ্রাকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ মিটার পেছনে এনে ট্রাকটি একটি দোকানে ঢুকিয়ে দেয়। এতে মাহিন্দ্রার ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যায়।

এদিকে নাটোর প্রতিনিধি জানান, নাটোরের সিংড়ায় ইজিবাইক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক আব্দুল আজিজ ও যাত্রী আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকের আরো তিনজন যাত্রী আহত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম মুচি পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল আজিজ সিংড়ার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে ও আব্দুল কুদ্দুস পাটুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি ও স্থানীয়রা জানন, সিংড়া থেকে বগুড়াগামী মাল বোঝাই একটি মিনি ট্রাক উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম মুচি পাড়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকরে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আব্দুল আজিজ মারা যায়। ঘটনাটি স্থানীয়রা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে আব্দুল কুদ্দুস মারা যায়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।