পেকুয়ায় নৌ-পুলিশের সঙ্গে পোনা আহরণকারীদের হাতাহাতি!

কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ায় নৌ-পুলিশের সঙ্গে পোনা আহরণকারীদের হাতাহাতি হয়েছে। এ সময় নৌপুলিশ কর্মকর্তাসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ১২টায় উপজেলা উজানটিয়া ইউনিয়নের পেরাসিঙ্গা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। জানা যায়, ঘটনার দিন বেলা ১২টার দিকে এস আই অচিন্ত কুমার দে’র নেতৃত্বে মাতারবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম মাতামুহুরি নদীর উজানটিয়া নদীতে চলমান মৎস্য সপ্তাহের বিধিনিষেধ ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অভিযান চালায়। এ সময় পেরাসিঙ্গা পাড়ার ছৈয়দ আহমেদের পুত্র মাহামদ আলম, মাহামদ আলমের পুত্র আনসারসহ কয়েকজন সাগরের রেনু পোনা আহরণকারী সাগর থেকে রেণু পোনা আহরণ করে বেড়িবাঁধের উপর রেণু পোনা ছানি করার সময় তাদেরকে আটক করতে চায় পুলিশ। এ সময় রেণু পোনা ধরার জাল ও বাঁশ নিয়ে যেতে চাইলে পোনা আহরণকারীদের সঙ্গে নৌ পুলিশের হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে এস আই অচিন্ত কুমার দে (৫৩), পুলিশ সদস্য সাজ্জাদ হোসেন (৩৭), রাসেল (২৯) আহত হয়। আহত মাতারবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এস আই অচিন্ত কুমার দে জানান, দায়িত্ব পালন করার সময় দেখতে পাই কয়েকজন লোক সাগর থেকে রেণু পোনা আহরণ করে বেড়িবাঁধে উঠে ছানি করছে।

আমিসহ নৌপুলিশ সদস্যরা তাদেরকে আটক করতে চাইলে তারাসহ ঘাট থেকে আরেকজন গিয়ে আমাদের উপর হামলা করে। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী নৌপুলিশের এক কর্মকর্তাসহ দুই সদস্য আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে এ ঘটনা হলো তা তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।