রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশ’র উদ্যোগে ইয়ার লাঞ্চিং গ্রোগ্রাম অনুষ্ঠিত

অদ্য ১ জুলাই, ২০২২ইং শুক্রবার রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশ’র উদ্যোগে সিজেকেএস এ রোটারিয়ান আবু হাসনাত চৌধুরীর সভাপতিত্বে ইয়ার লাঞ্চিং গ্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশ’র গর্ভনর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা গর্ভনর ইলেক্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সাবেক জেলা গভর্ণর রোটারিয়ান আউয়াল, জেলা গভর্ণর নমিনী রোটারিয়ান ফয়সাল, রোটারিয়ান সামিনা, এরিয়া এডভাইজার ডা. মঈনুল ইসলাম মাহমুদ, জেলা সচিব মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা সচিব ওমর আলী ফয়সাল, ডা. ইমরান বিন ইউনুচ প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত ইয়ার লাঞ্চিং গ্রোগ্রাম অনুষ্ঠানে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয় এবং এক বর্ণাঢ্য র‌্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান প্রাঙ্গণ এসে সমাপ্ত হয়।