আফগানিস্তানের নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান হিনা রাব্বানি খারের

আফগানিস্তানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর দেয়া নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞা দিয়ে আফগানিস্তানের অর্থনীতির মৌলিক কার্যকারিতাকে বিপদগ্রস্ত করা যেতে পারে না। গত বছর ১৫ই আগস্ট ক্ষমতা কেড়ে নেয় তালেবানরা। এর ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বিদেশি সরকারগুলো আফগানিস্তানে উন্নয়ন ও নিরাপত্তায় দেয়া সহায়তা বন্ধ করে দেয়। ব্যাংকিং সেক্টরের ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে আফগানিস্তানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তার ওপর কয়েকদিন আগের ভূমিকম্পে সেখানকার মানুষের অবস্থা শোচনীয়। এ অবস্থায় জার্মান পত্রিকা ওয়েল্টে দেয়া এক সাক্ষাৎকার প্রকাশ হয় হিনা রাব্বানি খারের। তিনি এতে বলেছেন, অর্থনৈতিকভাবে আফগানিস্তানকে বিচ্ছিন্ন রাখার মধ্য দিয়ে দেশটিকে অর্থনৈতিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে।