সিলেটের ভয়াবহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ত্রান সামগ্রী প্রদান করেছে মমতা। সম্প্রতি মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সার্বিক নির্দেশনায় ত্রান বিতরণে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয় এসব ত্রান সামগ্রী। এসময় উপস্থিত ছিলেন মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ত্রান সামগ্রী সমুহের মধ্যে রয়েছে চাল, মটর ডাল, চিড়া, খেজুর, খোরমা, মুড়ি, গুড়, প্লাস্টিক ব্যাগ, পলি ব্যাগ, ওষুধ, খাবার স্যালাইনসহ অন্যান্য খাদ্য সামগ্রী। ত্রান সামগ্রী বিতরণের বিষয়ে মমতা’র প্রধান নির্বাহী আলহাজ্ব রফিক আহামদ বলেন, মমতা সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে ১৯৮৩ সন হতে কাজ করে আসছে। বর্তমানে সিলেটসহ তার পাশ্ববর্তী জেলাসমুহ বন্যার কবলে রয়েছে, এসময় আমাদের সকলেরই তাদের পাশে দাঁড়ানো উচিত। সহযোগীতার মনোভাব হতেই মমতা এসব ত্রান সামগ্রী প্রদানের প্রয়াস গ্রহন করেছে।











