কলম্বিয়ার কারাগারে দাঙ্গায় ৫১ জন নিহত, ২৪ জন আহত

বন্দিদের মধ্যে দাঙ্গা এবং তার জেরে অগ্নিকাণ্ডের ফলে পশ্চিম কলম্বিয়ার শহর টোলুয়ার একটি কারাগারে অন্তত ৫১ জন বন্দি নিহত এবং জেলের রক্ষীসহ ২৪ জন আহত হয়েছেন। সিএনএন জানিয়েছে, ভোররাতে হঠাৎ দেখা যায় কলম্বিয়ার কারাগারের ভিতরে আগুন লেগেছে।কলম্বিয়ার বিচারমন্ত্রী উইলসন রুইজ জানিয়েছেন, রাত ২ টোর দিকে বন্দিদের মধ্যে মারামারি শুরু হয়। এক বন্দি ঝগড়ার সময় একটি গদিতে আগুন ধরিয়ে দেয় , এরপরই সেই আগুন জেলের মধ্যে ছড়িয়ে পড়ে। ভুল বুঝতে পেরে বন্দিরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল, কিন্তু আগুনের শিখা খুব শক্তিশালী ছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের আগমনের জন্য অপেক্ষা করতে হয়েছিল। এই কারাগারে কম অপরাধে সাজাপ্রাপ্ত বন্দিরা ছোটখাটো সাজা ভোগ করে থাকে। রুইজ জানান ,কলম্বিয়ার কারাগারগুলোয় প্রয়োজনের তুলনায় বন্দিদের ভিড় বেশি । এক একটি কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে ২০ শতাংশ বেশি বন্দিকে রাখা হয় ।টোলুয়ায় যে কারাগারটিতে আগুন লেগেছিল, সেটিতে ধারণক্ষমতার চেয়ে ১৭ শতাংশ বেশি বন্দিকে রাখা হয়েছিল। সিএনএন জানিয়েছে এই ঘটনাটি দেশের সাম্প্রতিক ইতিহাসে তার সবচেয়ে মারাত্মক ঘটনাগুলির একটি ।কলম্বিয়া এবং এর প্রতিবেশী দেশগুলিতে জেলের ভেতর মারামারি এবং দাঙ্গা অস্বাভাবিক কিছু নয়। ২০২০ সালের মার্চ মাসে, বোগোটার পিকোটা পেনটেনশিয়ারিতে দাঙ্গায় ২৪ জন বন্দি মারা গিয়েছিল কারণ তারা কারাগারের মধ্যে করোনভাইরাস প্রতিরোধ ব্যবস্থা নিয়ে প্রতিবাদ করেছিল।আগের বছর, ব্রাজিলের একটি কারাগারে ৫০ জনেরও বেশি নিহত হয়েছিল – যার মধ্যে ১৬ জনকে শিরশ্ছেদ করা হয়েছিল।

২০১৮ সালে ভেনেজুয়েলার একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষ নিহত হয়েছিল।