‘উন্নয়ন ও সংস্কৃতির নিরিখে বাংলার নারী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ২৮ জুন ২০২২ দুপুর ১২:৩০ টায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে ‘উন্নয়ন ও সংস্কৃতির নিরিখে বাংলার নারী’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফাহমিদা সুলতানা তানজী। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং কলকাতার বিশিষ্ট নাট্যতাত্ত্বিক মলয়চন্দন মুখোপাধ্যায়। চবি নাট্যকলা বিভাগের সভাপতি জনাব শাকিলা তাসমিন এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ শামীম হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের প্রভাষক জনাব ইরা আহমেদ।
মাননীয় উপ-উপাচার্য তাঁর বক্তব্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এটি সম্ভব হয়েছে নারী-পুরুষ সম্মিলিতভাবে কাজ করার ফলে। প্রসঙ্গক্রমে মাননীয় উপ-উপাচার্য আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিৎ নারীকে শুধু একজন নারী না ভেবে একজন সহযোগী হিসেবে ভাবা। কারণ পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের রয়েছে অসামান্য অবদান। তিনি বলেন, আমাদের নারীদেরও উচিৎ নিজেদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে অধিকতর সচেতন থাকা। কারও মুখাপেক্ষি না হয়ে নিজেদের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন ও সোচ্চার থাকার বিষয়ে মাননীয় উপ-উপাচার্য নারীদের পরামর্শ দেন।
সেমিনারে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।