সিলেটের বন্যা কবলিত নাসির নগর উপজেলার কয়েকটি গ্রাম এবং আশ্রয় কেন্দ্রের ৫০০ পরিবারের মাঝে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা ছাত্রদলের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় এসব ত্রাণ দেওয়া হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, সুপেয় পানি, চিড়া, জরুরি ওষুধ সামগ্রী, পরনের পোশাক, মহিলা ও বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র, সাবান, মোমবাতি। কোতোয়ালি থানা ছাত্রদলের আহবায়ক ইয়াকুব আলী জুয়েল ও সদস্য সচিব আবু সুলতান সানির নেতৃত্বে দুইটি কাভার ভ্যানে করে শুক্রবার বিকালে চট্টগ্রাম থেকে রওয়ানা দিয়ে শনিবার (২৫ জুন) সকালে এসব সামগ্রী সিলেটে বিতরণ করা হয়। এসময় কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব আলী জুয়েল বলেন, ভয়াবহ বন্যায় সিলেট বিভাগ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেটে হাওরের পানি নেমে এখন নিম্ন অঞ্চলের দিকে আসতে শুরু করেছে। এতে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বানিয়াচং সহ আরো অনেকগুলি উপজেলায় পানি ঢুকে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাদের বাসস্থান তলিয়ে নিয়ে যাচ্ছে। কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সুলতান সানি বলেন, সিলেটে অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সাধ্যমত চেষ্টা করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার শুরু থেকেই বিএনপি নেতাকর্মীরা সিলেটের মানুষের পাশে আছে। ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুব আলী জুয়েল, সদস্য সচিব আবু সুলতান সানি, মরহুম শামসুল হক স্মৃতি সংসদের সদস্য তাঞ্জিমুল ইসলাম চৌধুরী, চিরঞ্জিত শিল রিটু, মো. সাজ্জাদ হোসেন, মো. মাহিম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।











