হাটহাজারীতে ১লা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবসের দাবীতে মহাসমাবেশে আনিস
হাটহাজারী সংবাদদাতাঃ
হাটহাজারীতে পহেলা ডিসেম্বর কে মুক্তিযোদ্ধা দিবস ঘোষাণর দাবীতে নাজিরহাট পুরাতন বাসস্টেশনে গণকবরে নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা চত্তরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১লা ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে তিনটায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরাআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ মোঃ হাবিব উল্লাহ এরপর জাতীয় সঙ্গীত ও সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতার মধ্য দিয়ে সমাবেশের সুচনা ঘটে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আলমের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মুহরীর ও এসএম অভিকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। পহেলা ডিসেম্বর কে মুক্তিযোদ্ধা দিবসের ঘোষাণর দাবীতে আয়োজিত মহাসমাবেশ সম্মতি জ্ঞাপন করতে সন্ধ্যা সাড়ে পাচটায় উপস্থিত হন পরিবেশ ও বন মন্ত্রাণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও মহাজোটের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক ও দশম আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের তথা নৌকার মাঝি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী।
উক্ত সমাবেশ বক্তব্য রাখেন,চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার মোঃ সাহাব উদ্দীন ও ডেপুটি কমাণ্ডার সরওয়ার কামাল দুলু,সদস্য সেকান্দর আলম চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, নাজিরহাট কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল হুদা ও উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার মোঃ হোসেন মাস্টার ও সদস্য মোঃ নুরুল হুদা,ইউপি চেয়ারম্যান ইদ্রিস মিয়া তালুকদার ও এডভোকেট মোঃ শামীম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু ছৈয়দ, জহুর আহমদ,আবছার,আবু হানিফ,ফটিকছড়ির বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নাজিরহাট কলেজের শিক্ষক মোঃ আলমগীর এবং সাংবাদিক মোঃ মহিন উদ্দীনসহ অনেকেই।