ঈদের ৩ দিন আগে মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

পবিত্র ঈদ-উল ফিতরের আগের তিন দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো: নজরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, কাঁচা চামড়া ও জ্বালানি সরবরাহকারী যানবাহনসমূহ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বিষয়টি বিআরটিএ বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করবে।’

বৃহস্পতিবার (৯ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন ঈদ-উল-ফিতরে সড়ক মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সচিব জানান, ঈদ উপলক্ষে একই সময়ে মহাসড়কে যাত্রীদের অত্যাধিক চাপ কমানোর লক্ষ্যে গার্মেন্টস কর্তৃপক্ষকে তাদের কর্মীদের ভিন্ন ভিন্ন দিন ছুটি দিতে হবে। এমনকি ভিন্ন ভিন্ন দিনে গার্মেন্টসগুলো খুলতে অনুরোধ করতে হবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

সচিব বলেন, ‘দুর্ঘটনা কবলিত মোটরযান অপসারণের জন্য বঙ্গবন্ধু সেতু, মেঘনা সেতু ও গোমতী সেতু সড়কের দুর্ঘটনা প্রবণ স্থানে প্রয়োজনীয় সংখ্যক রেকার ও ক্রেন প্রস্তুত রাখা হবে।’

সভায় মহাসড়কে অনাকাঙ্ক্ষিত আকস্মিক বড় ধরণের দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরুর জন্য হেলিকপ্টার প্রস্তুতি রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

যথাযথ শ্রেণীর লাইসেন্স ব্যতীত অনভিজ্ঞ গাড়িচালক মহাসড়কে গণপরিবহন চালাতে পারবেন না। দুর্ঘটনা রোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণ সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করতে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।