আনোয়ারায় শাহ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি:

বারো আউলিয়ার অন্যতম হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ সোমবার আনোয়ারা উপজেলার বটতলী মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে সোমবার সকাল থেকে দেশের প্রত্যন্ত এলাকার ভক্ত-অনুরক্তরা দরবার শরীফ প্রাঙ্গনে সমবেত হতে শুরু করেছেন।

ওরশকে ঘিরে মাজার পরিচালনা কমিটি ছাড়াও উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন ও ভক্তরা কোরআনখানী মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের কর্মসূচি রেখেছে। আয়োজকরা জানান, প্রতি বছরেরর বাংলা ৬ আষাঢ় হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) এর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।

এটি আনোয়ারা উপজেলা ছাড়া ও আশপাশের এলাকার বাসিন্দারা ব্যাপক ভাব-গাম্ভীর্যে পালন করেন।

ওরশের কর্মসূচির মধ্য্যে রয়েছে কোরানখানি, ফাতেহা, মিলাদ, দোয়া মাহফিল, জিকির ও তবারুক বিতরণ। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ বলেন, ওরশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে সোমবার মাজারের খাদেমদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। মাজার এলাকা নিরাপত্তায় অতিরিক্ত ৪০জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

(সোমবার দিবাগত রাতে)মঙ্গলবার বাদে ফজর মিলাদ, দোয়া মাহফিল, জিকির ও তবারুক বিতরণ করে কর্মসূচির সমাপ্ত হবে।