মানবিক সহযোগিতামূলক কর্মসূচী অব্যাহত রাখার শপথে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের যাত্রা

সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন, কাতার কেন্দ্রীয় পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে অভিষেক ও সংবর্ধনা অনুষ্টান গত ১৭ জুন শুক্রবার রাজধানী দোহা-কাতারের এক অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) এরশাদুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, লন্ডন (ইউ কে) সভাপতি আলহাজ্ব ব্যারিষ্টার মনছুর এ আলম আশরাফী। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ নাজিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন, কাতারের প্রতিষ্টাতা সাংগঠনিক সম্পাদক মোতাহের আল হোসেন। সংবর্ধেয় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আলিম উদ্দিন, রফিকুল আলম চৌধুরী, সরোয়ার আলম খাঁ, আবু তালেব চৌধুরী, রফিকুল ইসলাম, নাজিমুল আলম চৌধুরী পারভেজ, আহমুদুর রহমান মাসুদ, সৈয়দ আবুল হাসনাত, নাজিম উদ্দিন ও গাউসিয়া কমিটি কাতারের উপদেষ্টা মাওলানা মোছাদ্দেকুর রহমান। অর্থ সম্পাদক মুহাম্মদ নাঈম নাহিদের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ মামুন সমরকন্দী, মুহাম্মদ ওসমান গণি, খোরশেদ ইসহাক, ইব্রাহীম খলিল, শায়ের আরমান, হুমায়ুন আজাদ প্রমুখ। বক্তারা বলেন মানবতার মুক্তির দূত, মহানবী হজরত মোহাম্মদ (দ.) মানব সেবার জন্য আরবের যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল। দরিদ্র ও দুস্থদের সহায়তা করেছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে। মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন চূড়ান্ত পর্যায়ের। তাঁর এ অনুসরণে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন। আসলে আমাদের সৃষ্টিই করা একে অপরের কল্যাণকামীতার জন্য। বিপদে-আপদে একে অন্যের পাশে থাকা ও সহযোগিতার হাতকে সম্প্রসারণের জন্য। আল্লাহ তায়ালা মানবজাতির পরিচয় এভাবে তুলে ধরেছেন, অভুক্ত ব্যক্তিকে আহার্য দেয়ার ফজিলত বলতে গিয়ে রাসূল (দ.) বলেছেন, মানুষের কল্যাণ-সংশ্লিষ্ট যত কাজ আছে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোত্তম হচ্ছে দরিদ্র ও ক্ষুধার্তকে খাবার দান করা করোনাকালীন সংকটসহ দেশের নানা প্রান্তের সামাজিক ও মানবিক আহবানে সংগঠনের বিগত পরিষদের কর্মসূচির প্রশংসা করেন এবং এর ধারাবাহিতা প্রত্যাশা করেন বক্তারা।
পরে সর্বসম্মতিক্রমে নাজিম উদ্দিনকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়। এবং ২০২২-২০২৪ পরিষদের জন্য এরশাদুল আলম কে সভাপতি, গিয়াস উদ্দীনকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, নাজিম শাহকে অর্থ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম। শেষে দেশের চলমান বন্যাপ্লাবিত সিলেটবাসীর জন্য দোয়া, মুসলিম উম্মাহর শান্তি কামনায় মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্টান শেষ হয়।