শাহ মোহছেন আউলিয়ার (র.) বার্ষিক ওরশ সোমবার

প্রতি বছরের ন্যায় কাল সোমবার শাহ মোহছেন আউলিয়ার (র.) বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে মাজার পরিচালনা কমিটি। ওরশ পরিচালনা কমিটির সচিব এস এম নেজাম উদ্দিন বলেন, আজ থেকে ভক্তরা আসতে শুরু করলেও সোমবার সকাল থেকে ওরশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ওরশ উপলক্ষে স্থানীয় প্রশাসন সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। ওরশে দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত আশেকানের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। সারাদিন ভক্তদের মাজার জিয়ারত, জিকির আজকার, ও তবারুক বিতরণ অনুষ্ঠিত হবে। রাতে মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরশ সম্পন্ন হবে। এদিকে গতকাল শনিবার সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী শাহ মোহছেন আউলিয়ার মাজার জিয়ারতে আসেন। দুপুরে তিনি মাজার জিয়ারত শেষে ওরশের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার, যুগ্ম মুতাওয়াল্লি এস এম ফজলুল করিম, এস এম জহিরুল ইসলাম, ওরশ পরিচালনা কমিটির সচিব এস এম নেজাম উদ্দিন, আবু তাহের মিয়া, আইয়ুব নুরী বাবুল, এস এম সালেক, আবুল কাশেম ছোটন, হাবিবুর রহমান, ইউপি সদস্য জসিম উদ্দিন, মো. আনিস, মো. মনসুর প্রমুখ। এদিকে ওরশ উপলক্ষ্যে আনোয়ারা উপজেলার বটতলী এলাকায় সড়ক ও যানবাহন, নৌকা -ফেরী -বোট গুলো নিরাপদে চলাচল করতে ওবাড়তি নিরাপত্তায় সহযোগিতা করতে ওরশ কমিটি থেকে প্রশাসন কে অবগত করা হয়েছে বলে কমিটির সচিব এস এম নেজাম উদ্দিন সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।