আগামী ২৮ অক্টোবর জেলা সম্মেলন

চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের বর্ধিত সভা গতকাল ১৮ জুন সকালে সংগঠনের সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে উদ্ধোধক ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের আহ্বায়ক এস.এম.আকবর আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের সদস্য সচিব রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী মুবেল। জাতীয় পরিষদ সদস্য মোতাহের হোসেন বাবুল। বক্তব্য রাখেন দক্ষিণজেলা কৃষকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবদুর রহিম, সৈয়দ নুরুল আবছার, মোঃ হারুন নেভী, যুগ্ম সম্পাদক নবাব আলী, দিদারুল ইসলাম টিপু, সাংগাঠনিক সম্পাদক সত্যেন্দ্র বড়ুয়া, সম্পাদকমন্ডলীর সদস্য নাজের ফারুকী, মোঃ ইব্রাহিম চৌধুরী, আবদুল মোনাফ, আসিফ ইকবাল, তাহেজুল ইসলাম, হরিপদ চৌধুরী বাবুল, মোঃ সেলিম, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি, আলী আহমদ, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবির, বোয়ালখালী উপজেলা কৃষকলীগের সভাপতি সফিকুল ইসলাম, বাঁশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ইলিয়াছ, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, সাধারণ সম্পাদক নুর হোসেন, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের এড.সাইফুন নাহার খালেদ, রেজিয়া সুলতানা প্রমুখ। সভার শুরুতে সীতাকুন্ডে বিএম ডিপুতো নিহত, সিলেটে বন্যায় মৃত্যুবরণকারী ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলা পিপি এড.এ.কে.এম.সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে এক মিনিট নিরবতা ও দোয়া কামনা করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তক্রমে আগামী ২৮ অক্টোবর দক্ষিণজেলা কৃষকলীগের সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়৷ এছাড়া আগামী জুলাই ও সেপ্টেম্বর মাসে প্রতিটি উপজেলার বর্ধিত সভা ও সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, কর্মী ও নতুন নেতৃত্ব সৃষ্টিতে সম্মেলনের বিকল্প নেই । তিনি আগামীতে কৃষকলীগের সাংগাঠনিক কার্যক্রমকে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় আরো শক্তিশালী করার আহবান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন বার্তা জনমানুষের মাঝে পৌঁছে দেয়ার আহবান জানান। উদ্ধোধক বলেন বাংলাদেশ কৃষকলীগ সরকারের তথা জননেত্রী শেখ হাসিনার সহায়ক শক্তি হিসেবে জোরালো ভুমিকা রেখে যাচ্ছে। তিনি বলেন সাংগাঠনিক গতিশীলতা বৃদ্ধি ও ধারাবাহিক নেতৃত্ব সৃষ্টির জন্য সকল মেয়াদ উত্তীর্ণ সাংগাঠনিক কমিটির সম্মেলন হয়ে যাবে।তিনি আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সম্মেলন সফল করার জন্য প্রতিটি নেতা কর্মীকে কাজ করার আহবান জানান।