অটোরিকশা চালক হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি

    বোয়ালখালী প্রতিনধি:

    বোয়ালখালীতে সিএনজি ছিনিয়ে নেয়ার সময় অটোরিকশা চালক নুরুল আমিনকে ছুরিকাঘাত করে হত্যা করার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে হত্যাকারীরা।

    ৩০ নভেম্বর শুক্রবার চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লা কায়সারের আদালতে গ্রেফতার সুচীন বড়–য়া, সুমন দাশ ও নিলয় দে। এ জবানবন্দী প্রদান করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দেলোয়ার হোসেন। আদালত আসামীদের জবানবন্দী শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন জানান তিনি।

    জবানবন্দিতে আসামী জানায়, পটিয়া থেকে ৪ জনে মিলে বোয়ালখালী উপজেলার শ্বশুর বাড়ী যাওয়ার কথা বলে ৪শত টাকায় অটো রিকশাটি ভাড়া করে। রাত ১১টার সময় বোয়ালখালী উপজেলার শাকপুরা বড়–য়ার টেক এলাকায় পৌছে নির্জনস্থানে অটোরিকশা চালক নুরুল আমিনকে গাড়ি থামাতে বলে। এরপর তারা নুরুল আমিনকে জিম্মি করে অটোরিকশার যাত্রী আসনে গায়ে থাকা কম্বল দিয়ে মুখ চেপে ধরে ও ছুরিকাঘাতে হত্যা করে। পরে তাকে রাস্তায় ফেলে দিয়ে গাড়ী নিয়ে পালানোর সময় অটোরিকশা চালকের আত্মচিৎকারে এলাকাবাসী ছিনতাইকারীদের আটক করে টহল পুলিশ হাতে তুলে দেন।

    এস আই দেলোয়ার বলেন, আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে নুরুল ইসলাম জিসান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    উল্লেখ্য গত ২৮ নভেম্বর বুধবার রাতে উপজেলার শাকপুরা বড়–য়ার টেক এলাকায় যাত্রীবেশে ছিনতাইকারীরা পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মোল্লা পাড়ার নুরুল হকের ছেলে অটোরিকশা চালক নুরুল আমিনকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা করে।