বাসের ধাক্কায় ২ স্কুলছাত্র নিহত, বাসে আগুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও অংশে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছে। খবর নিউজ চট্টগ্রামের

মঙ্গলবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ইমরান ও রাহুল। তারা ঈদগাহ কেজি স্কুলের ছাত্র ও কালিরছড়া এলাকার বাসিন্দা। কক্সবাজার মডেল থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন বলেন, হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরো দুই পথচারী আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে। এছাড়া বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন দেয়ার পাশাপাশি সড়কে টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন। তুলাবাগান হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিন স্কুলছাত্র গুরুতর আহত হয়। তারা ওই মোটরসাইকেলে ছিল। দ্রুত তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হসপিটালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে তাদের সহপাঠীরা বাসে আগুন দেয়। বাসে দেয়া আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।