মিশন অফ হ্যাপীনেস’র শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের বৃহত্তম সামাজিক সংগঠন মিশন অফ হ্যাপীনেস বাংলাদেশ কর্তৃক আয়োজিত নগরীর রৌফাবাদস্থ মিয়ার পাহাড়ের পাদদেশে অবস্থিত ‘হ্যাপিনেস স্কুল’ এর প্রায় ১৫০ সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ফাতেমা তুজ জামান এর সভাপতিত্বে ও সংগঠনের স্কুল কো-অর্ডিনেটর সুপন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার এবং বিএমএ এর সহ- সভাপতি ডাঃ শেখ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলী, জয় নিউজবিডি এর সিইও বিপ্লব পার্থ ও সমাজসেবক ইকরাম হোসেন, সংগঠনের প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, নয়ন, ব্লাড এডমিন রেজাউল করিম, আরাফাত রহমান, রামিসুল ইসলাম, হিমু, সজীব, আইমান, মেহেরাজ, তাহমিদ, আরেফিন, রাখাল সহ প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শেখ শফিউল আজম বলেন, শীতের আগমনে দুঃস্থ, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মিশন অফ হ্যাপীনেস বাংলাদেশ’র প্রয়াসে ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসুচি অসহায়দের শীত নিবারণে সহায়ক ভূমিকা পালন করবে বলে অভিমত ব্যক্ত করেন চসিক কাউন্সিলর মোবারক আলী।