সন্দ্বীপে ইউপি ২ সদস্যসহ গ্রেফতার

সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের যুগি বাড়ির মো. মোসাদ্দেক মিস্ত্রির ছেলে মার্শাল। তিনি সারিকাইত ইউনিয়ন পরিষদের সদস্য। একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মন্নান হাজি বাড়ির প্রবাসী সিরাজের ছেলে মেহেদী ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় উপজেলার শিবের হাট বটতলী এলাকার মার্শাল, মেহেদী, সাগর, সালাউদ্দিনসহ ১০-১২ জন মিলে শামীম নামে এক যুবলীগ কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে মারাত্মক ভাবে আহত করেন। এ ঘটনায় আহত শামীম সন্দ্বীপ থানায় মামলা করেন। মার্শাল ও মেহেদীর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ইলিশের ঘাট ও খাল দখল, জেলেদের থেকে চাঁদা আদায়, মাদক ব্যবসাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, মার্শাল ও মেহেদী নামে দুই আসামিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। তদের আজ বুধবার (৮ জুন) আদালতে পাঠানো হয়েছে।