করোনা ভাইরাসে আক্রান্ত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক। এ জন্য তিনি পাকিস্তান সফর সংক্ষিপ্ত করেছেন। মঙ্গলবার তার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। তবে এদিন দিনের শুরুতে তিনি সাক্ষাত করেছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে। এ ছাড়া অন্যান্য কর্মসূচি বাতিল করেছেন তিনি। এই সফরেই তার গ্রিস ও তুরস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু মধ্যাহ্নের ভোজের পর তার করোনা পজেটিভ ধরা পড়ে। তিনি মুখের স্বাদ হারানোর পর এই পরীক্ষা করেন। সকালেই তিনি র্যাপিড এন্টিজেন পরীক্ষা করিয়েছিলেন। তাতে নেগেটিভ ছিল ফল।
তিনি কখন জার্মানি ফিরে যাবেন তা স্পষ্ট নয়। এ ঘটনার পর আইসোলেশনে চলে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল। তিনি বাসভবন থেকেই সরকারি দায়িত্ব পালন করবেন।











