জুলিয়া ফারজানা মেমোরিয়াল ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ

জুলিয়া ফারজানা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে জিরি খলিল মীর ডিগ্রি কলেজের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী, চারুশিল্পী জুলিয়া
ফারজানা দিনার ১২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শিক্ষাসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল গত ৬ জুন সন্ধ্যায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, কবি আশীষ সেন, আবৃত্তিশিল্পী সোমা মুৎসূদ্দী, সুমন বড়ুয়া, আবৃত্তিশিল্পী শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, লেখক মুহাম্মদ মনজুর আলম, সংগঠক দিলীপ সেনগুপ্ত, সবুজ চৌধুরী রকি, ছাত্রনেতা এম মনজুর আলম। সভায় বক্তারা বলেন মানুষকে একদিন চলে যেতে হয় পৃথিবীর নিয়মে। কিন্তু মানুষের জন্য কিছু করে যাওয়ায় মহত্বের লক্ষণ। সভা শেষে মরহুমার আত্নার
মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। কদম মোবারক এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।